সিলেটে প্রথমবারের মতো বিনামূল্যের ভ্রাম্যমাণ সবজির বাজারের আয়োজন করেছে সেভ সিলেট নামের অলাভজনক সংগঠন। আগামিকাল ১৪ এপ্রিল নগরীর জিন্দাবাজারে ভ্রাম্যমাণ “বিনামূল্যের সবজির দোকান” এর আয়োজন হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির স্বেচ্ছাসেবক এহসান ফরহাদ। করোনা ভাইরাসের এই মহামারির সময়ে সময়োপযোগি বিনামূল্যের ভ্রাম্যমাণ এ দোকানে মোট ৫০০ পরিবারের জন্য ৫০০ প্যাকেট বিভিন্নরকম সবজি, আলু এবং চাল বিনা মূল্যে দেয়া হবে।
পর্যাপ্ত পরিমাণ প্যাকেট থাকা সাপেক্ষে সেভ সিলেট এর এই ভ্রাম্যমাণ দোকানটি জিন্দাবাজার থেকে সিলেট সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের মেইন রোডগুলো ক্রস করবে বলে জানানো হয়েছে।
সকল পয়েন্ট থেকে আগ্রহিরা ৫০০ পরিবার তার নিজের পছন্দের একটি সবজির প্যাকেট, আলু এবং চাল বিনা মূল্যে নিয়ে যেতে পারবেন।
সেভ লাইভস, সেভ সিলেট স্লোগানকে সামনে রেখে সিলেটের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে সংগঠনের এ উদ্যোগে সকলের সহায়তা কামনা করা হয়েছে। সেইসাথে সংগঠনের কার্যক্রম ধারাবাহিক চলবে বলেও জানানো হয়েছে।