সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রথম এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার দোয়ারাবাজার উপজেলার ৩৩ বছর বয়সী ওই নারীর পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তিনি আরো বলেন, দোয়ারাবাজার উপজেলায় একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসছে। ওই গ্রাম লকডাউন করা হয়েছে। তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন এ ব্যাপারে কোনো তথ্য আপাতত জানতে পারিনি। তার পরিবারের অন্য সদ্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জানের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
শনিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে দোয়ারাবাজারের ওই নারীরে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফলাফলে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রন্ত।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বলেন, ‘আক্রান্ত নারী বর্তমানে তার নিজ বাড়িতেই রয়েছেন, তবে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হবে। আক্রান্ত নারীর বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পর বিকেলে জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসন। সেখান থেকে সুনামগঞ্জ লকডাউনের মতো সিদ্ধান্ত আসতে পারে। জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত নেব। করোনা শনাক্ত হওয়া রোগীর সার্বিক অবস্থা জানার জন্য তার বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। যদি তার শারীরিক অবস্থার অবনিত হয় তাহলে তাকে আইসোলেশনে ভর্তি করা হবে।