করোনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত লকডাউনে দরিদ্র,দিন মজুর ও খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ায় অনেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে স্বাভাবিক জীবন যাপনে কষ্টের সম্মুখীন হচ্ছেন। এসব মানুষের সাহায্যার্থে সারা বাংলা এসএসসি ৯১ ব্যাচের বন্ধুরা দুস্হ ও দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।
নিজেদের তহবিলে তাঁরা চাল,ডাল,আটা ও তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস দরিদ্রদের মধ্যে বিতরণ করে। রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে রামপুরা ও বনশ্রীর বন্ধুরা দুস্হদের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন। সারা বাংলা এস এস সি ৯১ বন্ধুরা জানান তাঁদের এই কার্যক্রম রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি জেলা শহর সহ প্রত্যন্তঅঞ্চলে অব্যাহত থাকবে। এ সময় এসএসসি ৯১ ব্যাচের পুলিশে কর্মরত বন্ধুদের সহায়তায় ১৫০ টি পরিবারের মধ্যে এ ত্রাণ প্রদান করা হয়।