কুয়েতে স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার ৩১ মার্চ প্রতিদিনের মত ব্রিফিংয়ে জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় কুয়েতে ২৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশটিতে মোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২৮৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৭৩ জন, আই সি ইউ তে রয়েছে ১৩ জন। ২৩ জন আক্রান্তের মধ্যে ২ জন বাংলাদেশি শনাক্ত করা হয়।
এর আগে ৩ জন বাংলাদেশি সহ মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। দেশটির মাহবুল্লা এলাকায় কোম্পানির একাধিক বিল্ডিং কোয়ারেন্টান করে রাখা হয়েছে। যেখান থেকে ৩/৪ দিন আগে ভারতীয় ও বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। সে জন্য সেখানকার কোম্পানির একাধিক বেরাক কোয়ারেন্টান করে রাখা হয়েছে।
কুয়েত সরকার তাদের দেশের জনগণ ও অন্যান্য অভিবাসীদের সরকারের সাথে সহযোগীতা করতে ঘরে থাকতে বলছে এবং সামাজিক দুরুত্ব বজায় রাখতে বলা হচ্ছে বারবার।