আমিরাতের রেসিডেন্স ভিসা ১ মার্চ যাদের শেষ হয়েছে জরিমানা ছাড়াই ৩ মাসের মধ্যে নবায়নের সুযোগ । সেই্ সাথে দুবাই প্রাণকেন্দ্র আল রাস, নাইফ, গোল্ডসকে ২ সপ্তাহের জন্য লক ডাউনের ঘোষণা করেছে দুবাই সরকার । এছাড়া দুবাই এক্সপো ২০২০ আরো ১ বছর পেছাতে আবেদন করেছে দুবাই সরকার । আমিরাতের করোনা পরিস্থিতির সর্বশেষ বিশেষ প্রতিবেদন দেখুন জাবেদ আহমদের চিত্রধারণে।