ব্রিটেনে করোনাভাইরাসের বিরুদ্ধে সরকার নির্দেশিত সমন্ধিত প্রতিরোধ চলছে। ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস ) এর নির্দেশনা মেনে চলার আহবানে গোটা দেশ সাড়া দিয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় উঠে এসেছে এনএইচএস স্টাফ এবং কেয়ার ওয়ারকারে জীবনবাজি রেখে স্বাস্থ্য সেবা প্রদানের কাজটি। এই করোনা দুর্যোগ সময়ে তাদেরকে বলা হচ্ছে জাতীয় বীর।
ব্রিটেনে কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) করোনাভাইরাস জনিত দুর্যোগে এনএইএস স্টাফদের ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেছে।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিসিএ কারিশিল্পবান্ধব একটি চ্যারিটেবল সংগঠন। ব্রিটেনের মূলধারায় কারিশিল্প সংশ্লিষ্ট নানা কাজের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ সময়ে কমিউনিটির পাশে থেকে কাজ করে আসছে। চলমান করোনা কোভিড-১৯ -এ সবচেয়ে বেশী বিপর্যন্ত এবং চিকিৎসা সেবায় বিশেষ অর্থ সংকটে ভোগা এনএইচএস কে বিবিএ আর্থিক সহযোহিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিএ বলেছে , প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি কিনতে এনএইচএস কে পাচ হাজার পাউন্ড অনুদান দিবে এবং গত সপ্তাহে গঠিত প্রিন্স উইলিয়ামের ন্যাশনাল ইমার্জেন্সি ট্রাস্ট –এ অর্থ প্রদানের উদ্যোগ নিয়েছে।
এছাড়াও বিসিএ তাদের স্বেচ্চাসেবি কাজের অংশ হিসাবে এনএইচএস স্টাফ ও কেয়ারারদের বিনামূল্যে খাবার পরিবেশন ও ৫০% মূল্য ছাড়, এবং কমিউনিটির বিশেষ নিডি মানুষদের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে। যাতে করে করে সকলে এই সংকট মোকাবেলায় উজ্জীবিত এবং একে অপরকে অনুপ্রাণীত হয়ে ঐক্যবদ্ধ থাকি।
বিসিএর সভাপতি এম এ মুনিম বলেছেন, যুক্তরাজ্যব্যাপী ছড়িয়ে থাকা আমাদের বিসিএ এর ক্যাটারার্স বৃন্দ করোনা দুর্যোগ সময়ে ব্রিটেনের জাতীয় বীর এনএইচএস স্টাফ ও কেয়ারারদের পাশে থাকতে চায়।
যেসব এলাকায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ফ্রি খাবার পরিবেশন এর সুযোগ আছে, সেখানে আমরা বিনামূল্যে খাবার পরিবেশন এবং অন্যান্য জায়গায় এনএইচএস কর্মীদের ৫০% ছাড়ে খাবার প্রদানের উদ্যোগ নিয়েছি।
বিসিএ‘র সভাপতি আরও এম এ মুনিম এনএইচএস স্টাফ ও কেয়ারারদের উদ্দেশ্যে বলেছেন- ‘আপনাদের নিকটস্থ বাংলাদেশী কারী রেষ্টুরেন্টে কল করে আপনার পছন্দের খাবারের বিস্তারিত জানুন এবং ফ্রি খাবার এবং ৫০% ছাড়ের খাবারটি কর্মস্থলে অথবা বাসায় ফ্রি গ্রহনের সুযোগটি সানন্দে গ্রহন করুন।‘
বিসিএ-এর সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী বলেছেন, “বিসিএ সক্রিয়ভাবে ব্রিটেনে স্থানীয় কমিউনিটিতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি, এই দুর্যোগ পরিস্থিতিতে পরিবার ও কমিউনিটির মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে যার যার অবস্থান থেকে স্বেচ্চাসেবার বিকল্প নেই। বিসিএ সরকারী নির্দেশনা মেনেই সহযোগিতার হাত ধারাবাহিকভাবে প্রসারিত রাখবে।
বিসিএ‘র চিফ কোষাধ্যক্ষ সাইদুর রহমান বিপুল বলেছেন, আমরা জেনেছি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবায় এনএইচএস স্টাফদের অনেক বেশী করে প্রতিরক্ষা সরঞ্জামাদি জরুরী ভিত্তিতে প্রয়োজন। বিসিএ এই সময়ে সবচেয়ে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে যাওয়া স্বাস্থ্যকর্মিদের প্রয়োজনীয় সরঞ্জামাদি কেনার জন্য এনএইচএস কে পাচ হাজার পাউন্ড অনুদান প্রদান করবে। আমরা কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় বীরদের সাথে ক্ষুদ্র হলেও সহযোগিতায় শামিল থাকতে চাই।
করোনা মহামারি সময়ে সকলের আস্থাভাজন এনএইচএস এর সার্জন, নার্স, পোর্টার, প্যারাম্যাডিকস, মিডওয়াইফ, কেয়ারার এবং এই বিভাগের অন্যান্য কর্মিরা রোগীদের সেবা করতে গিয়ে চরম ঝুকিতে আছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের এই সকল কর্মকতারা ব্রিটেনের কমিউনিটির বড় একটা আলোকিত অংশ। বিসিএ গোটা জাতির চরম দুর্দিনে তাদের পাশে থেকে মন থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছে।
বিসিএ‘র যে সমস্ত রেষ্টুরেন্ট এনএইচএস স্টাফদের ফ্রি ও ৫০% ছাড়ে খাবার প্রদান করবে –
[List of BCA Restaurants Offering Free or Discounted Food ]
- Sonali Tandoori, Grove Park – Lewisham Hospital
- Mughal Dynasty – Maidstone, Kent – 50% off for NHS Staff
- Chinnor Restaurant- Chinnor, Oxford – 50% off for NHS Staff
- Prince of Bengal- Watford- Watford General Hospital
- Spice Zone – Halstead, Essex- Colchester Hospital
- The Shahin Restaurant- Guildford, Surrey, – The Royal Surrey Hospital
- Ganges Restaurant- Royal Wootton Bassett, Wiltshire- Great Western NHS Hospital
- Garden of India- Harlow, Essex – Free Food for NHS Staff
- Blue Bengal- Carshalton, Surrey – St Helier Hospital
- Surma Indian Takeaway- Stevenage, Herts- 50% off for NHS Staff
- Dipali Restaurant- Palmers Green, London – 50% off for NHS Staff
- Cumin Bar& Restaurant- Turnford, Hertfordshire- Chase Farm Hospital
- Maharani- Camden High St- UCL Hospital
- Indian Diner- Swanley, Kent- Farnborough Hospital
- Spice of Bengal – Calne, SN11 0BZ- Chippenham NHS Hospital
- The Khyber Restaurant – Swindon, SN1 3AJ – Swindon NHS Hospital
- Adna’s Restaurant – SK 14 HG Hyed -Tameside Hospital Aston ud lyne, Manchester
- Aroma – Radlett, Herts, WD78NF – Watford General Hospital
- 19. City spice – St Albans, Herts – St Albans City Hospital
- Raj garden – 217/219 Park Avenue, Bushey- 50% off for NHS Staff
- Crowborough Spice, 24 Crowborough Hill – Free Food for NHS Staff
- Knight tandoori – Harold Hill, Romford- 50% off NHS Staff
- Shikha – Buckhurst Hill, Essex – 50% off for NHS Staff
- SPICE CLUB – MELTON MOWBRAY LE13 1NW – Melton Mowbray Hospital
- Mughal – Park Road, Manchester- Wythenshow Hospital
- Taz Tandoori – Hilton Road, Cambridge- 50% off for NHS Staff
- Cam Spice- Great Eversden – Cambridge Hospital
- Bombay to Gillingham- Gillingham, Kent- Medway Hospital
- Cafe Massala- Thorpe Bay, Essex – Southend Hospital
- Monsoon- Rochford, Essex- Southend Hospital
- Mint Leaf- Southmill Road, Hertfordshire – 50% off for NHS Staff
- Royston Tandoori- Royston, Hertfordshire- 50% off for NHS Staff
- Haldi- Portsmouth, Hants – 50%off for NHS Staff
- Cafe Tusk – Portsmouth, Hampsjire – 50% Off for NHS Staff
- A Kadir – Baffins Road, Portsmouth- 50% off for NHS Staff
- Tamarind Restaurant – Northampton,NN14dx – Northampton General Hospital
- Saffron Restaurant – Northampton NN11JS – Northampton General Hospital
- Zara tandoori Takeway – Forest Hall Road, Forest hall – FreemanHospital, Newcastle
- Lime Takeaway – Newmarket, Suffolk- 20% off for NHS Staff
- Tower Tandoori Restaurant – Tower Bridge Road,London- 50% off for NHS Staff
- Farncombe Tandoori Restaurant – Farncombe Street, Godalming – 50% off for NHS Staff
- Maharaja- Bexley- Daren Velly Hospital
- Maharani – Ipswich – Ipswich Hospital
- Spice Hut- Miadstone, Kent – 50% off for NHS Staff.
- Tiger Garden – Marlow – 50 % off for NHS Staff
- Ruchi – Boyn Hill Rd, Maidenhead – 50% off for NHS Staff
- The Chadnis- Buckinghamshire- 50% off for NHS Staff
- Jaflong Restaurant- Oxon- 50% off for NHS Staff
- Crendon Indian Cuisine- Long Crendon, Buckinghamshire- 50% off
- Anaz Takeaway- Worcester- Free food for NHS Staff.
এছাড়াও যে কোন তথ্য জানতে আলী বাবর- 0753 8480189- এ যোগাযোগ করুন অথবা www.bca1960.com দেখুন।