বিশ্বের সর্বোচ্চ দালান দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রদর্শিত হলো বাংলাদেশের পতাকা। ২৬ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ১ মিনিটের জন্য প্রদর্শন করা হয় বাংলাদেশের পতাকা।
বাংলাদেশের স্বাধীনতা দিবসে পতাকা প্রদর্শন করায় বুর্জ খরিফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
করোনা আতংকে সারা বিমে।বর মতো দুবাইও যখন থমকে আছে তখন বাঙলাদেশর পতাকা প্রদর্শিত হওয়ায় আরব আমিরাতে থাকা ১০ লক্ষ বাংলাদেশির মুখে গর্বের হাসি ফোটেছে এ পতাকা প্রদর্শনের মাধ্যমে।
গতবছর প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা বুর্জ খলিফায় প্রদর্শিত হয়েছিলো। দ্বিতীয়বারের মতো পতাকা প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ কনুসলেট।