রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

‘করোনা’র অর্থনৈতিক প্রভাব



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

মানব জাতির অদৃশ্য শত্রু করোনা ভাইরাস সম্পর্কে প্রায় সমগ্র বিশ্বের মানুষ এখন ওয়াকিবহাল! আমেরিকার দুর্দণ্ডপ্রতাপ রাষ্ট্রপতির নাম যেমন বিশ্বের শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে অনেকেই জানেন, তেমনই, জানেন এই মারণরোগের নাম! অর্থাৎ সাধারণত মানুষ সে-সকল ব্যক্তি, বস্তু, সংগঠন, রাষ্ট্র ও রোগের নাম মনে রাখতে বাধ্য, যার যার দ্বারা আক্রান্ত হওয়ার তথা প্রাণনাশের আশঙ্কা আছে! আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ভূতপূর্ব দুই রাষ্ট্রপতি যথাক্রমে সিনিয়র জর্জ বুশ ও জুনিয়র জর্জ বুশের নাম জানেন না, এরকম লোক কমই আছেন! অথচ, আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন-এর নাম সকল শিক্ষিত ব্যক্তিও জানেন কি না, সন্দেহ আছে! আব্রাহাম লিঙ্কনের নাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছাড়া সর্বস্তরের জনগণের মনে আছে কি না, সমীক্ষা করে জানতে হবে! কথায় আছে, বেশিরভাগ মানুষই শক্তের ভক্ত! নরমের যম!

করোনা ভাইরাসও আমেরিকার বর্তমান রাষ্ট্রপতির মতোই দুর্দণ্ডপ্রতাপশালী! বিশ্বের দেড় শতাধিক দেশে ইতিমধ্যে তার ‘উপনিবেশ’ কায়েম করতে সক্ষম হয়েছে সন্তর্পণে! আর এক শ্রেণির স্বার্থপর মানুষ সেই শত্রুকেই কোলে-পিঠে করে বয়ে নিয়ে আসছেন যার যার হেঁশেল পর্যন্ত! উপসাগরীয় যুদ্ধে যেভাবে সৌদি আরব সরকার আমেরিকার সৈন্যকে সৌদি আরবে আশ্রয় ও প্রশ্রয় দিয়েছিল! সেভাবেই কিছুসংখ্যক ব্যক্তি করোনা ভাইরাসকে নিজের মধ্যে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছেন! কিন্তু কাল যে এই শত্রু তার আসল রূপ দেখাবে, সে-ব্যাপারে নিতান্তই অজ্ঞ!

মারণ-ব্যাধী এই করোনা ভাইরাস একটি মানব-সৃষ্ট জীবাণু বলে মনে করছেন কেউ কেউ।ভিত্তি মজবুত না হলেও চিনের উহান শহরের গোপন গবেষণাগারে যার জন্ম ও বিস্তার, এ ধারনাও কারো কারো।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে গত তিনটি দশক ধরে সকলের অলক্ষ্যে নিজেদের পরাক্রমশালী একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছিল চিন! বিশ্বের বিভিন্ন জ্বলন্ত সমস্যা, যেমন, দু দুটি উপসাগরীয় যুদ্ধ, আফগান যুদ্ধ, ফিলিস্তিন সমস্যাসহ কোনও ব্যাপারেই নাক গলাতে দেখা যায়নি চিনকে! তারা তাদের শক্তির ‘অপচয়’ করতে চায়নি বিশেষ কোনও ইস্যুতে সমর্থন প্রদানের মাধ্যমে! মাঝে-মধ্যে ভারতীয় সীমান্তে অনধিকার প্রবেশ ও দুটি যুদ্ধ বাদ দিলে, বলা যায়, তারা তাদের শক্তিকে সুসংহত করে যাচ্ছিল নিরবচ্ছিন্নভাবে! ভারতের সঙ্গে সংঘর্ষের মূল কারণ ছিল, প্রতিবেশীর ভূমি জবরদখলের কূট-কৌশল! গত এক দশক ধরে চিন একটি পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছিল আমেরিকার প্রতিস্পর্ধী শক্তি হিসেবে! আর সেই প্রতিযোগিতা সরাসরি রণাঙ্গণে নয়; বিশ্ববাজারে! অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আবিষ্কার ও বাণিজ্যিকভাবে তার উৎপাদনের মাধ্যমে বিশ্বের অর্থনীতিতে ক্রমে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে চিন! জনসম্পদে ভরপুর চিন অত্যধিক শ্রম দেয়ার দরুন বিশ্ববাজারকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমেরিকা যে পণ্য এক হাজার ডলারে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে মনোপলি করত, সেখানে, চিন একই পণ্য আমেরিকার চেয়ে অর্ধেকের চেয়ে কম মূল্যে বাজারজাত করতে সক্ষম! ধরা যাক, এমআই মোবাইল সেটের কথা-ই। আমেরিকা একই বৈশিষ্ট্যপূর্ণ একটি মোবাইল সেট যে-দামে বিক্রি করতে সক্ষম, চিন তার চেয়ে ঢের কম দামে তা বিক্রি করতে সক্ষম! ফলে, স্বভাবতই আমেরিকার পণ্যের চেয়ে চিনের পণ্য তুলনামূলক অনেক বেশি বিক্রি হচ্ছে! তা ছাড়া, প্রবাদ অনুযায়ী, ‘আলপিন টু এলিফ্যান্ট’ সব পণ্যই উৎপাদন তথা ‘নকল’ করার মতো অসাধারণ দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে চিনারা!

মুসলিমদের মাথার টুপি হোক আর হিন্দুদের কালীপুজোর বাজি-পটকা-ই হোক, সুলভ মূল্যে বিক্রি করার মতো বাজার তারা ইতিপূর্বে তৈরি করে নিয়েছে! কিন্তু করোনা জীবাণু দেশে দেশে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে চিনের প্রতি ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। চিনাদের আর ‘বিশ্বাস’ করতে পারছেন না অনেকেই! যেখানে যেখানে চিনাদের দেখছেন, লোকজন তাড়া করছেন! এই বুঝি করোনা ভাইরাস সংক্রমণ করতে আসছে! ফলে, গত তিন দশকের প্রচেষ্টায় তরতরিয়ে যে অর্থনীতি বা জিডিপি ঊর্ধ্বগতি লাভ করেছিল, এক করোনা ভাইরাসের সংক্রমণ তা ধপাস করে নীচে নামিয়ে আনতে পারে। এ তো গেল শুধু চিনের আর্থিক ক্ষতি! সেই ক্ষতি আবার পুষিয়ে নিতে তারা যে প্রাণ-পণ চেষ্টা চালাবে, তা বলার অপেক্ষা রাখে না!

কিন্তু, ভারতবাসীর কী হবে! দোকানপাট বন্ধ! ব্যবসা-বাণিজ্য বন্ধ! উৎপাদন বন্ধ! বিদেশে যারা চাকরি করছেন, তাঁরাও গৃহবন্দি! বাড়িতে টাকা পাঠাতে পারছেন না! একমাত্র যাঁরা সরকারি কর্মচারী, তাঁরা স্কুল-কলেজে-বিশ্ববিদ্যালয়ে না-গিয়ে, কার্যালয়ে না-গিয়ে বেতন পাবেন! কিন্তু যাঁরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অথচ উৎপাদন বন্ধ, তাঁদের কী হবে? সংগঠিত বা অসংগঠিত শ্রমিক, যাঁরা কর্মস্থলে যেতে পারছেন না বা ছুটি ঘোষণা করা হয়েছে, তাঁদের অন্নের সংস্থান কীভাবে হবে? বাংলাদেশসহ বিভিন্ন দেশে ভাড়াটেদের মার্চ মাসের ভাড়া মকুব করেছেন অনেক ঘর-মালিক। কানাডাসহ একাধিক রাষ্ট্র-প্রধানগণ সে-সব দেশের সর্বস্তরের জনগণের অন্নের সংস্থানসহ নিত্যপ্রয়োজনীয় যাবতীয় পণ্য বিনামূল্য আবাসিকদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। এমনকী পশ্চিমবঙ্গ সরকারও জনগণের পাশে দাঁড়িয়েছে! অসম সরকার তথা কেন্দ্রীয় সরকারকেও ইতিবাচক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সরকার সর্বস্তরের জনগণকে ভরসা দিলে, সহায়তার হাত বাড়িয়ে দিলে, জনগণও এক দিনের স্থলে এক সপ্তাহ বা এক মাস পর্যন্ত জনতাকার্ফু অব্যাহত রাখতে এগিয়ে আসবেন, নিশ্চিত।

সরকারের শুকনো আবেদনে জনগণের রুটি যখন ভিজবে না, তখন সবই কেঁচে গণ্ডুষ হতে বাধ্য! করোনা শুধু প্রাণই কেড়ে নিচ্ছে না; মানুষের সাজানো সংসার তছনছ করে দিচ্ছে! ইতালি, ফ্রান্স, ইংল্যান্ডের মতো ‘উন্নত দেশ’ বলে কথিত রাষ্ট্রগুলোতে এখন রীতিমতো লাশের মিছিল! ইরানে গণকবর খোঁড়ে সমাধিস্থ করা হচ্ছে লাশ! প্রধানমন্ত্রী এক দিনের জন্য জনতা কার্ফু ঘোষণা করেছেন। এক দিন যথেষ্ট নয়, বৃদ্ধি করতে হবে আগামী এক সপ্তাহের জন্য। সঙ্গে জনগণের অন্নের সংস্থানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য জনগণের ঘরে ঘরে পৌঁছে দেয়ারও ব্যবস্থা করতে হবে। দেশবাসী সরকারের মানবিক রূপটি দেখতে চান। রাজনৈতিক চেহারা নয়।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন