আজ রবিবার ২২ মার্চ বিকাল ৫ টা হতে ভোর ৪ টা পর্যন্ত কারফিউ জারি করেছে কুয়েত সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক দিন ১১ ঘন্টা কারফিউ চলবে।
দেশটির উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ শনিবার ঘোষণা করেছেন, কুয়েত সরকার স্বাস্থ্য মন্ত্রনালয়ের বাড়ি থেকে বাহিরে না বের হওয়ার নির্দেশনা না মানার কারণে,, শনিবার ১১ ঘন্টার জন্য কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছেন।
আল-সালেহ মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বলেন, রবিবার বিকাল: ৫ টা থেকে কারফিউ আরোপ করা হবে ভোর ৪ টা পর্যন্ত। তিনি আরও বলেন যে ২৬ শে মার্চ ঘোষিত ছুটি শেষ হওয়ার পর থেকে সরকারি ছুটি আরো দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। কেউ যদি এই আইন অমান্য করে তাকে ৩ বছরের জেল অথবা ১০ হাজার কুয়েতি দিনার জরিমান বিধান করা হয়েছে।
এদিকে রবিবার ২২ মার্চ বাংলাদেশ দুতাবাস কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুয়েত সরকারের জারীকৃত বিধি নিষেদ এবং কুয়েত স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা সমূহ মেনে চলতে বাংলাদেশি প্রবাসী প্রতি বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।