সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিশ্বের নানা দেশ এই ঘোষণাটি দেয়ার পর থেকেই বাংলাদেশের জনগণ এই ঘোষণার অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে, শনিবার মধ্যরাত থেকে ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। ৩১শে মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান জানান, ৩১শে মার্চ পর্যন্ত ১০ রুটের সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
উনি আরো জানান, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি আসছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না। যেই দেশগুলির সাথে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, সেগুলি হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে আসা কোন বিমান বাংলাদেশে নামতে দেয়া হবে না।
যেই দেশগুলিতে এখনো বিমান চলাচল চালু রয়েছে, সেখানের সকল প্রবাসীদের নিজ দেশ ও আপনজনের কথা ভেবে, এখন দেশে না ফেরার অনুরোধ করা হয়েছে।
এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে গেল। কারণ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলো এসব দেশ হয়েই বিমান চলাচল করে থাকে।
তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে। এছাড়া সকল ধরণের বিমান চলাচল আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন