করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির মিলানে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি ইতালিতে এই রোগে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।
করোনাভাইরাসে মৃত্যুবরণ করা গোলাম মাওলার গ্রামের বাড়ি নোয়াখালী। মৃত্যুকালে তার এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। তার পুরো পরিবারকে হোমকোয়ারেন্টাইন রাখা হয়েছে ।
২০ মার্চ শুক্রবার স্থানীয় সময় রাত ৮ চিকিৎসাধীন অবস্থায় মিলানের নিগোয়ারা হাসপাতালে মারা যান । মৃত্যু কালে তার বয়স ৫৫ বছর।
জানা গেছে, নোয়াখালী জেলার গোলাম মাওলা নামের ঐ ব্যক্তি দীর্ঘদিন যাবত সর্দিকাশি,ও শ্বাসকষ্ট জণিত কারণে ভূগছিলেন।
গত ১৫ দিনে আগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হোন শেষের দিকে তাঁর দেহে করোনা ভাইরাস শণাক্ত হয়।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে ইতালিতে। গেল ২৪ ঘন্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে। এছাড়াও কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জন।
ইউরোপের এই দেশটিতে এখনও ৩৭ হাজার ৮৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৫ হাজার ১২৯ জন। করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে এখন পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে।