ব্রিটেনে সরকারের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞটিমের সাথে কাজ করা বিশ্বখ্যাত বাংলাদেশী বংশদ্ভোদ সার্জন ডক্টর শফি আহমদ মনে করেন- আতন্কিত না হয়ে এই মুহুর্তে করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সকল বিধিনিষেধ সচেতনভাবে মেনে খুব জরুরী।
৫২বাংলা‘র সাথে একান্ত এক সাক্ষাৎকারে পৃথিবীর ১৫০টিরও অধিক দেশে স্বাস্থ্য সেবায় কাজ করা এই বিশেষজ্ঞ বলেছেন,করোনাভারইরাস প্রতিরোধে কমিউনিটির সমন্ধিত সহযোগিতা খুব জরুরী।
গুগলপ্লাস মাধ্যমে বিশ্বে প্রথম বারের মতো লাইভ সার্জারির মাধ্যমে চিকিৎসা সেবাকে গোটা বিশ্বের চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী এবং দর্শকদের কাজে তুলে ধরে চিকিৎসাসেবাকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও সার্জন করোনাভাইরাস প্রতিরোধ এবং সরকারের গৃহীত নানা প্রদক্ষেপ নিয়ে কথা বলেছেন। লন্ডন ব্যুরো প্রধান এম এ জামানের চিত্রধারণে সাক্ষাৎকার নিয়েছেন ৫২বাংলাটিভি সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি