বঙ্গবন্ধু তাঁর জীবনে মানুষকে ভালবেসেছিলেন বলে তিনি ইতিহাসের পাতায় অমর হয়েছেন মানুষের ভালবাসায়। তাঁর চিন্তা চেতনা নতুন প্রজন্মকে বেশি করে জানাতে হবে। সেই সাথে বিদেশে বঙ্গবন্দুর জীবন আদর্শ তুলে ধরতে হবে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর উদ্যোগে বঙ্গবন্দুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে এসব বলেছেন বক্তারা।
পরিষদ কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শওকত আকবর, জামশেদ আলম, জানে আলম সহ আরো অনেকে।
এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাস আতংকের জন্য প্রবাসি বাংলাদেশিদের সচেতন হবার আহবান করা হয়। পরে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।