মুজিববর্ষে কূটনীতি প্রগতি ও সম্প্রীতি এই স্লোগানে কুয়েত দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টায় কুয়েতের মিসিলায় রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে দূতাবাসের কল্যাণ সহকারী ফরিদ হোসেন কুরআন তেলাওয়াত করেন। পরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাস কর্মকর্তারা।
সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার জেনারেল মো. আবু নাসের, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সির পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খাঁন। পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করে দূতাবাসের দ্বিতীয় সচিব নিয়াজ মুর্শেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করেন সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ জাকির হোসেন মজুমদার।
দিবসের উপর আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বক্তব্যে বাংলাদেশের জন্য জাতির জনকের অবদান ও ত্যাগ তার বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন। তিনি আরো বর্তমান সময়ে পুরো বিশ্বের যে মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে। এ সম্পর্কে প্রবাসীরা যাতে সর্তকতার সাথে চলা ফেরা করে। পরিস্কার পরিচ্ছন্ন থাকে।জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে চলাফেরা না করতে বলেন। এছাড়াও দূতাবাস ও কুয়েত সরকারের নিদের্শনা সমূহ মেনে চলতে বিশেষ ভাবে অনুরোধ করে।