জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জন্মদিন পালনে আগ্রহি ছিলেন না। বরং তিনি মানুষকে ভালবাসতেন বলে মানুষের কথা ভাবতেন। আর মানুষের কথা ভেবেছেন বলে আজ তিনি বিশ্বের অবিসংবাদিত নেতার স্বীকৃতি পেয়েছেন। বঙ্গবন্ধুর ইতিহাস প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বেশি করে জানাতে হবে বলেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
মঙ্গলবার কনসুলেট সম্মেলন কক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশুদিবসের আলোচনায় তিনি এ কথা বলেছেন। দূতালয় প্রধান প্রবাস লামারাং এর পরিচালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূর ই মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী, অধ্যাপক আব্দুস সবুর, আইয়ূব আলী বাবুল, মীর মোহাম্মদ, আনসারুল হক, হাজী শফিকুল ইসলাম, শাহজাহান মিয়াজি সহ আরো অনেকে।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধার্ঘ অর্পণের পর কনসুলেটে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার উন্মোচন করেন কনসাল জেনারেল। এ সময় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দিকে নিয়ে প্রমান্যচিত্র প্রদর্শিত হয়।
এ সময় ৫২বাংলা টিভির বার্তা সম্পাদক, একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি ছড়াকার লুৎফুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘খোকা যখন জাতির পিতা’ বঙ্গবন্ধু কর্ণারে প্রদান করেন।