৭ই মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। লন্ডনে দিবসটি স্বরণে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করে -নারী দিগন্ত।
৭ই মার্চ শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে লন্ডনের নারীদের জনপ্রিয় এই সংগঠনটির অর্গানাইজিং সেক্রেটারী ফেরদৌসী রওশন লিপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদিকা নাছিমা কাজল ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাজরাতুন নায়িমের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডালিয়া রহমান।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাণজ সন্ধ্যাটি সাজানো হয়েছিল গান, নৃত্য, কবিতা আর গুণীজনদের আলোচনা দিয়ে। উপস্থিত দর্শকরা উপভোগ করেছেন মুগ্ধতা নিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলর জেনেত রহমান, নিউহাম কাউন্সিলের কাউন্সিলর মুজিবুর রহমান, নিউহামের সাবেক কাউন্সিলর রহিমা রাহমান, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সভাপতি আ ক ম হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক গোলাম আকবর মুকতা, সাবেক কাউন্সিলর আইয়ুব করম আলী, কমিউনিটি এক্টিভিস্ট আনসার উল্লা আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সেজুতি মনসুর, স্যাকুলার মুভমেন্ট
বাংলাদেশের সভাপতি পুস্পিতা গুপ্তা, ডাক্তার আজিজ, জর্জগ্রীন সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শিক্ষক মনসুর রশীদ সহ অন্যান্য অতিথি বৃন্দ।
তাছাড়া গান পরিবেশন করেন শিল্পী ইভা রহমান, সিমি রফিক, বিনায়েক দে জয় ও মোস্তফা কামাল মিলন। নৃত্য পরিবেশন করেন উইসরা রশীদ আশাবরী ও মুনজারিন এ রশীদ।
কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় আবৃত্তিশিল্পী শতরুপা চৌধুরী ও স্মৃতি আজাদ।