প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি করোনাভাইরাস কোভিড ১৯ আক্রান্ত বলে সর্বশেষ খবরে জানা গেছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ইতিবাচক ফলাফল এসেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সুস্থ আছেন, তবে তাকে এখনই পরীক্ষা করা হবে না। স্বেচ্ছা আইসোলেশনে থাকা প্রধানমন্ত্রী আগামী ১৪ দিন আইসোলেশনে থাকবেন। সোফি কানাডার জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তার পাশে থাকার জন্য।
প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, জাস্টিন ট্রুডোর তেমন কোনও আশঙ্কা না থাকলেও চিকিৎসকদের পরামর্শে তার স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ কারণে তিনি বাসায় থেকেই প্রতিদিনের কার্যক্রম চালাবেন।
বিরোধী দলীয় নেতা এন্ড্রু শিয়ার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রীর জন্যে দ্রুত আরোগ্যের কামনা জানিয়েছেন।
তথ্যসূত্র: দ্যা কানাডিয়ান প্রেস।
আরও খবর: