শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ম্যানচেষ্টার সহকারী হাইকমিশনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

‘ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনই ছিল স্বাধীনতার আহবান। বাঙালি জাতির মুক্তির দিকে যাত্রার দিক নির্দেশনা। এই ভাষন সম্মোহিত করেছিল গোটা জাতিকে, এই ভাষনই বাাঙ্গালি জাতিকে দিয়েছিল যুদ্ধে ঝাপিয়ে পড়ার মুল মন্ত্র।’—–এরকম কথাই উচ্চারিত হয়েছে ম্যনচেষ্টার সহকারী হাইকমিশনে গত ৭ ই মার্চ শনিবার।

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক বক্তৃতার দিনটি পালন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাস প্রধান, সহকারী হাইকমিশনার এ এন এম আনওয়ারুল ইসলাম।দুতাবাসের প্রথম সচিব মাহমুদা খানম ও সোসিয়েল সেক্রেটারী জিল্লুর রহমানের পরিচালনায় শুরুতেই কোরান তেলাওয়াত করেন নাজমুল হাসান।

এর আগে দুতাবাসের আঙ্গিনায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারি হাইকমিশনার এবং প্রধানমন্ত্রীর বাণি পাঠ করেন প্রথম সচিব। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি গৌছ মিয়া, সৈয়দ মাহমুদুর রহমান, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, ৫২বাংলা টিভি’র প্রধান সম্পাদক ফারুক যোশী, জিএমবিএ’র সাধারন সম্পাদক ডি এন কোরেশী, আওয়ামীলীগের ওয়ছে কামালী, সৈয়দ জাফর আহমদ, স্বেচ্ছা সেকব লীগের ফয়জুল হক জুয়েলসহ আরো অনেকে।

আলোচনা পর্বে উপস্থিত সকলেই তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর সম্মোহনী এ ভাষনের ঐতিহাসিক গুরত্বের কথাগুলো তুলে ধরেন।

সভাপতি বক্তব্যে সহকারী রাষ্ট্রদূত এ এন এম আনওয়ারুল ইসলাম ৭ই মার্চের বক্তৃতার ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, ‘জাতির পিতার এ ভাষনের মধ্যি দিয়ে সেসময় সারা বিশ্বেই তিনি একজন রাজনৈতিক বিচক্ষন নেতা হিসেবেই প্রমান তাঁকে করেছিলেন, আর সেজন্য আজও পৃথিবীর অন্যতম প্রধান ভাষন হিসেবেই তা আজ সারা বিশ্বে পরিচিত ও স্বীকৃত।’


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন