বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার  » «   ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল  » «   হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «  

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য – খাদিজাতুল আনোয়ার সনি এমপি



বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই।

রবিবার যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেস্টা জাগির আলম।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক আকতারুল আলম, কার্যকরী সহ সভাপতি ব্যারিস্টার আলী রেজা, যুগ্ম সম্পাদক সাংবাদিক সরওয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুল আলম মাসুদ, কার্যকরী সদস্য রেজাউল হাসান, ইঞ্জিনিয়ার ইকবাল মোরশেদ, রাজ্জাকুল হায়দার বাপ্পী, নাহিদ আলম টিংকু, নুরুল আলম, মোহাম্মদ শহীদ, মুনমুন রাসেল প্রমুখ। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং সহ কোষাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু নসর তালুকদার।

 

সংবর্ধনা সভায় চট্টগ্রামের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, ফটিকছড়ির সাবেক এমপি আলহাজ্জ রফিকুল আনোয়ারের পথ ধরেই তিনি ফটিকছড়ির উন্নয়নে কাজ করে যাবেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনটি উন্নয়ন বরাদ্দ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এসব বরাদ্দ তিনি এলাকার রাস্তাঘাটের উন্নয়নে বিতরণ করেছেন। ফটিকছড়িবাসীর দীর্ঘদিনের দাবী নাজিরহাট পুরানো সেতু নির্মাণের জন্য তিনি সংসদে দাবী জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে সেতু নির্মানের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে এবং অচিরেই অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে।

সাবেক এমপি রফিকুল আনোয়ারের তনয়া নবীন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আরো বলেন, রামগড়ে স্থল বন্দর নির্মাণ করা হচ্ছে। এ বন্দরের সর্বোচ্চ ব্যবহারের জন্য নাজিরহাট হতে রেলপথ ফটিকছড়ি পৌরসভা হয়ে রামগড় পর্যন্ত সম্প্রসারণের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন বলে জানান। ফটিকছড়িতে রাস্তাঘাটের উন্নয়নে অনিয়ম হচ্ছে বলে সংগঠনের কার্যকরী সদস্য রেজাউল হাসানের একটি অভিযোগের বিষয়ে খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেন, ইতিমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনিয়মের ব্যপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় ফটিকছড়িতে কারিগরী কলেজ স্থাপনের দাবী জানান কার্যকরী সভাপতি ব্যারিস্টার আলী রেজা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এমপি খাদিজাতুল আনোয়ার সনি। এছাড়া সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ব্যাপারে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনারে অংশ নিতে সরকারী প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাজ্য সফর করছেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন