মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে রিয়াদ আওয়ামী পরিষদ, স্বাচিপ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও পূর্বাঞ্চল কৃষক লীগ । স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রইসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব । আলী নুর ইসলাম রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক খুরশিদ আলম তপন, কবি শাহজাহান চঞ্চল, এম এ জলিল, ফারুক হোসেন, বাবুল দাস, আসাদুজ্জামান ভূঁইয়া ইলিয়াছ, গিয়াস মজুমদার ও আরকান শরিফ সহ আরও অনেকে ।
শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুস সালাম ।