সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে গভির শ্রদ্ধা ও ভালবাসায়। প্রবাসে বেড়ে ওঠা বাঙালি প্রজন্মের অংশগ্রহণ ছিলো লক্ষ্যণীয়।
একুশে ফেব্রুয়ারি সকাল ৯ টায় কনসুলেট প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রবাসি নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। প্রথমে কনসাল জেনারেল মোহাম্মদ জেনারেল ইকবাল হোসেন খানের নেতৃত্বে বাংলাদেশ কনুসলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ নানা সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর কনসুলেটের সম্মেলন কক্ষে কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপপিত ও দূতালয় প্রধান প্রবাস লামারাং এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূর ই মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, প্রথম সচিব (শিক্ষা সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমীন ও দ্বিতীয় সচিব মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দ আলোচনায় অংশ গ্রহণ করেন। এ সময় একুশের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।