শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «   লন্ডনে খালেদা-তারেকের সাথে জামায়াত আমিরের বৈঠক, দুই দল কী বলছে?  » «   উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক  » «   রাজনীতিতে আসার সিদ্ধান্ত ঠিক ছিলো, বিশ্বাস করেন সাকিব  » «   নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ‘একেবারেই সন্তুষ্ট নয়’ বিএনপি  » «   গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১ হাজার  » «   দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুমার নামাজ আদায়ের নির্দেশনা  » «   ট্রাম্প ও শির যুদ্ধ প্রস্তুতি কী বার্তা দিচ্ছে বিশ্বকে  » «   যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কেন সবসময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে  » «   ‘তৌহিদী জনতার’ হুমকি : এবার ঢাকায় নাটকের প্রদর্শনী বাতিল  » «  

প্যারিসে ৫২বাংলা টিভির ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান
প্রবাসী বাংলাদেশিদের আলোকিত কর্মসৃজন তুলে ধরার প্রত্যয়



 

 

প্যারিসে ৫২ বাংলা টিভি’র তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে জাকঁজমক ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে  প্যারিসের বাঙালিপাড়াখ্যাত গার দো নর্দের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উল্লেখযোগ্যসংখ্যক সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী আঞ্চলিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার  নেতৃবৃন্দ যোগদান করেন।

অভিবাসী অভিযাত্রায় ৩বছরে- শিরোনামে আট ফেব্রুয়ারী থেকে পুরো ফেব্রুয়ারী  ইউরোপ, আমেরিকা, কানাডা, এশিয়া ও  ওনেশিয়ার বিভিন্ন দেশে ৫২বাংলা আয়োজন করছে  নানা অনুষ্ঠানমালা। মূলত পজিটিভ বাংলাদেশ এবং মানবিক বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে ৫২বাংলা।  ফ্রান্সের রাজধানী প্যারিসের অনুষ্ঠানেও আনন্দময় আয়োজনে ছিল প্রবাসী  বাংলাদেশিদের আলোকিতক কর্মসৃজন প্রত্যয়।

অতিথিরা ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং এর বিজয়কে ৫২-র ভাষা আন্দোলনের বহুমাত্রিক শক্তির অন্যতম ফসল উল্লেখ করে বলেন, ৫২ হচ্ছে বাঙালির জাতীয় জীবনের সেই সুফলা বীজ। যা রোপিত হয়েছিলো বলেই আজ বাংলাদেশ ও বাঙলা ভাষা বিশ্ববাসীর কাছে এক স্বাতন্ত্র্যিক মর্যাদায় উচ্চকিত। আলোচকবৃন্দ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেন।

৫২ বাংলা টিভি‘র ফ্রান্স ব্যুরো প্রধান এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে ও ফ্রান্স প্রতিনিধি এম সি রুমেল ও বিশেষ প্রতিনিধি জয় ই লিটনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন  ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম, সহ সভাপতি এস এ তাহের , বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, জাতীয় পার্টি ফ্রান্সের সভাপতি আলমগীর হোসেন, যুব ইউনিয়ন ফ্রান্সের সভাপতি রামেন্দ্র কুমার চন্দ্র।

এছাড়া অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ আলী ও অবনী চন্দ্র গোপাল, সিপিবি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক  কমরেড আহমেদ আলী দুলাল, ইপিবিএ কেন্দ্রীয় পর্ষদের সহ সাধারণ সম্পাদক অজয় দাস, যুব ইউনিয়ন ফ্রান্সের সাধারণ সম্পাদক ফাহাদ রিপন,  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হাবিব খান,

আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সভাপতি মামুন মিয়া , সাধারণ সম্পাদক শুভ্রত শুভ, ফ্রান্স বাংলা বিজনেস ফোরামের সভাপতি শাহ আলম, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,

বরিশাল বিভাগীয় কমিউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ ,সিলেট শাহজালাল ষ্পোটিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি সোহেল আহমদ প্রমুখ।

৫২ বাংলা টিভির তিন বছরে পদার্পনের প্রাণবন্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হাবিব খান, আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক ছয়েফ আহমদ, যুব ইউনিয়ন ফ্রান্সের সাধারণ সম্পাদক কাহার রিপন, ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী,সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির  সাধারণ সম্পাদক শুভ্রত শুভ, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াদা শেলু , স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল বিভাগীয় কমিউনিটির সহ সভাপতি কামাল শিকদার , উপদেষ্টা সোহরাব হোসেন ভূঁইয়া ,ফ্রান্স মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মায়া আলম , আব্দুল মতিন , ছাত্রলীগ ফ্রান্সের সভাপতি তাজেল আহমদ, , ফ্রান্স আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমদ,বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতির রবিউল হাসান ,পারভেজ আহমদ, সিলেট জেলা ছাত্রদল নেতা কামাল আহমদ, আব্দুল মুমিত প্রমুখ।

অনুষ্ঠানে সংবাদকর্মীদের সরব উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন কবি ফায়সাল আইয়ুব ,ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু , ইউরো বাংলা টিভির পরিচালক আবু তাহির, এনটিভি ফ্রান্স ব্যুরো নয়ন মামুন ও প্রতিনিধি আবুল কালাম মামুন, বাংলাদেশ প্রতিদিন ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, এলবিটিভির ফ্রান্স প্রতিনিধি  শাহেদ আহমদ , বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫২ বাংলা টেলিভিশনের উত্তরোত্তর কামনা করে কেক কেটে আনন্দ উপভোগ করা হয়। এসময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত বাংলা সংযোগ দেশে দেশে শ্লোগাণে ,বাংলা আর বাঙ্গালির গৌরবগাঁথা বিশ্বময়  ছড়িয়ে দিতে ৫২বাংলা টিভি’র যাত্রা শুরু। লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলাটিভিডটকম  ও  ৫২বাংলা টিভি  আনুষ্ঠানিক যাত্রা ২০১৮ সালে, মধ্যপ্রাচ্যের দুবাই থেকে।

৫২বাংলা দেড় কোটি প্রবাসীর অবদান ও কণ্ঠস্বরকে ‘ উচ্চকণ্ঠে‘ ছড়িয়ে দিচ্ছে দেশে দেশে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও  সম্ভাবনাময় বাংলাদেশের উন্নয়নের শ্লোগানকে বিশ্বময় ছড়িয়ে দিতে ৫২বাংলার প্রতিশ্রুতিশীল  সংবাদকর্মীরা পৃথিবীর নানা দেশ থেকে- গ্লোবালবৃত্তে কাজ করছেন ২৪ ঘন্টা, সাতদিন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন