ব্যবসা পরিচালনায় সংগঠিত হওয়া বিভিন্ন অনিয়ম সহ চোর, ডাকাত প্রতিরোধ এবং অন্যায়ের প্রতিকার চেয়ে মানিফেস্তাসিয়ন আয়োজন করে বার্সেলোনার সুপারমার্কেট এসোসিয়েশন (অ্যাসোসিয়েশন দে সুপারমের্কাদো এন বার্সেলোনা)।
সোমবার (১৭ই ফেব্রুয়ারী ২০২০) বার্সেলোনার পাসেও কলন থেকে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় র্যালি বের করে প্লাসা খাউমে চত্বরে এসে শেষ হয়। র্যাতলিতে সুপারমার্কেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্লোগান তুলে পুরো সময়জুড়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষনের চেষ্ঠা করা হয়।
চুরি-ডাকাতি বন্ধ কর; করতে হবে, নিরাপত্তার জন্য অধিক পুলিশ চাই সহ আরোও বেশ কিছু স্লোগান সম্বলিত ব্যানার- ফেস্টুন নিয়ে বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত চলতে থাকে র্যালীটি। এ সময় স্প্যানিশ বেশকিছু গনমাধ্যম কর্মিসহ বাংলাদেশী সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের বিষয়টি স্প্যনিশদের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক সাড়া সৃষ্টি করে।
র্যালি সফল করতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। সুপারমার্কেট এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব শিপলু আহমেদ নিয়াজী, আহ্বায়ক সদস্য জয়নাল আহমেদ, জসিম উদ্দিন, খোকন উদ্দিন, করিম উদ্দিন, কবির আহমদ, ফারুক বয়াতি, নিজাম উদ্দিন শাহিন, জাকির হোসেন সহ ব্যবসায়ী নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আমীন আলী রফিক, রফিক উদ্দিন, মোক্তাদির রহমান মুক্তি, বেলাল আহমদ, আলী হোসেন, মেহরাব হোসেন, সাব্বির আহমদ, আব্দুল মুমিন, লোকমান হোসেন, আকবর হোসেন, মাহিদ আহমদ, মোহাম্মদ কামাল, রুবেল আহমদ, মিনহার আহমদ, মাসুক উদ্দিন শামিম, তুতিউর রহমান, ফয়সল আহমদ, আফাজ জনি প্রমুখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মেদ কামরুল, আব্দুল বাসিত কয়সর, সালেহ আহমদ সোহাগ, ফয়সল আহমদ, এ আর লিটু, আজমল আলী, আইনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালী শেষে বার্সেলোনা সিটি মেয়র আদা কলাও এবং কাতালোনিয়া জেনেরিলিদাদের সভাপতি কিম তররা’র নিকট ৬টি দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
র্যালীতে উপস্থিতির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে মানিফেস্তাসিয়নের সমাপ্তি ঘোষনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।