জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পর্তুগাল আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক মো: জাকির হোসাইন ও পর্তুগাল আওয়ামী লীগ নেতা মো:খালেদ আহমদ । বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন।
বিকাল ২ঘটিকায় পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রভাষক নুছরাত জাহান নাজমিন এর সঞ্চালনায় ৭নং মোগল গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড:এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসেস সেলিনা মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হামলেট এর ডেপুটি স্পিকার কাউন্সিলর মোঃ আহবাব হোসেন ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র জনাব আজাদুর রহমান আজাদ।
কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হেলেন,মোগল গাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, শাহজাহান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউসা গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হান্নান ,আজমান আলী,ইলিয়াস মাস্টার, রইছ আলী, তাজিজুল ইসলাম জয়নাল, দুদু মিয়া, নজরুল ইসলাম, কবির আহমদ, আমিন, আসিক, সালেহ, কাইয়ুম, আতিক, সালমান, জমির, সহ আরো অনেক।