মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন অনুষ্টানের অংশ হিসেবে ম্যানচেষ্টারস্থ বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত ৯ ফেব্রুয়ারী বরিবার আয়োজীত এ অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা।
বিভিন্ন বয়সে তিনটি গ্রুপের মধ্যে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এতে ব্রিটেনে বেড়ে উঠা অর্ধ শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে ম্যানচেষ্টারের সহকারি হাইকমিশনার এ এন আনওয়ারুল ইসলাম বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য বিদেশে বেড়ে উঠা এই প্রজন্মকে বাংলাদেশ এবং জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে জানানো।
দেশের প্রতি তাদের ভালবাসার মেলবন্ধন সৃষ্ঠি করাতে এ উদ্যোগ ইতিবাচক উদ্যোগ হিসেবেই মনে করছেন অনুস্ঠানে উপস্থিত হওয়া অভিভাবকরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়মী লীগের সভাপতি জনাব ছুরাবুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, সৈয়দ মাহমুদুর রহমান বুলু, সাংবাদিক কলামিষ্ট ফারুক যোশী প্রমূখ।