জার্মানির ফ্রাংকফুর্টে নারায়ণগঞ্জ এসোসিয়েশন উদ্যোগে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে ছিল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিবি খানা পিঠা, ভাপা, পুলি, চিতই, চই ও ঝুড়ি। পাশাপাশি নারায়ণগঞ্জের খ্যাতি জামদানির ঐতিহ্যও তুলে ধরেন তারা।
অনুষ্ঠান শুরুতে নারায়ণগঞ্জ এসোসিয়েশনের সভাপতি নুরুউদ্দিন মিঠু মিনজু শুভেচ্ছা বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশীয় ঐতিহ্য প্রবাসে যেমন ছড়িয়ে দিতে হবে, তেমনি আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
এছাড়াও সংগঠনের সহ সভাপতি মোঃ মোতালেব, আমান সর্দার, সাধারণ সম্পাদক জনাব জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন ঝন্টু সহ অনেকে বক্তব্য রাখেন। এসময় সকলে দেশী পিঠার স্বাদ গ্রহনের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক পর্বে দেশীয় গান-নৃত্য পরিবেশন করে প্রবাসে এক টুকরো বাংলাদেশকে উপস্থাপন করা হয়।
আয়োজনে নারীরা বিভিন্ন রঙের জামদানি শাড়ি পড়ে নারায়ণগঞ্জের খ্যাতি জামদানির ঐতিহ্যও তুলে ধরেন।
এছাড়াও উৎসবে ছিল শিশু-কিশোরদের বিভিন্ন খেলা ও পুরুষ-মহিলাদের কুইজ প্রতিযোগিতার। পরিশেষে নৈশভোজের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে নারায়ণগঞ্জ এসোসিয়েশনের পিঠা উৎসব শেষ হয়।