সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেট প্রবাসী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমদের দেশে যাত্রা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছিল সংগঠননি।
রোববার আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর্জা আবু সুফিয়ান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন জালালির পরিচালনায় এ সময় বক্তারা তাদের দেশে অবকাশকালিন সময়ে দেশ ওমানুষের পাশে থাকার আহবান জানান।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক লুৎফুর রহমান, সিনিয়র সহ সভাপতি এম আবুল হাসনাত, সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি জোবের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আলী আসকর, সমাজকর্মী রানা হামিদ, নজরুল ইসলাম রুহেল, আল আমিন সহ আরো অনেকে।
এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক তোলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী বেলাল।