লন্ডন থেকে প্রচারিত ৫২বাংলা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাই থেকে যাত্রা করে।
বিগত দুই বছরে ৫২বাংলার সাফল্যে যুক্ত হয়েছে নানা আলোকিত পালক। যুক্তরাজ্যে, অনলাইন টিভি এওয়ার্ড ২০১৯ অর্জন, ৫২বাংলা এওয়ার্ড প্রদান সহ কোটি প্রবাসীর উচ্চকন্ঠস্বর হয়ে পজিটিভ বাংলাদেশকে ছড়িয়ে দিয়েছে ইউরোপ,আমেরিকা, কানাডা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়ার দেশে দেশে। এই কাজটি সম্ভব হয়েছে- একদল প্রতিশ্রুতিশীল ও প্রভিবাবান সংবাদকর্মীদের মেধা, শ্রম ও আন্তরিকতায়।
আজ ৮ ফেব্রুয়ারী, অভিবাসে অভিযাত্রায় ৩বছরে শিরোনামে যুক্তরাজ্য ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর। এদিন ছাড়াও কয়েকটি দেশে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। সবগুলো আয়োজনে আছে মৌলিক ও সৃজনশীলতার ছাপ। হোমলেসদের সাথে নিয়ে কেক কাটা ও খাবার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, বাংলাদেশে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহ ইত্যাদি কাজের মাধ্যমে মাসব্যাপী ৫২বাংলার সংবাদকর্মীরা মানবিক কাজ করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দময় সময়ে টিম ৫২বাংলাকে আন্তরিক অভিনন্দন। শ্রদ্ধা ও ভালোবাসা।জয়তু টিম ৫২বাংলা।