সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশের ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে আজমান বাংলাদেশ স্পোর্টস ক্লাব আয়োজিত ‘জেইন প্রপার্টিজ ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট – ২০২০’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ জানুয়ারি রাতে আজমানের মোশাররফ ফুটবল গ্রাউন্ডে ফাইনাল খেলায় মুক্তিযোদ্ধা ৭-২ গোলে লাল সবুজকে হারিয়ে বিজয় ট্রফি অর্জন করে। খেলায় ফেয়ার প্লে অর্জন করেছে ওরা ১১ জন।
পরে এক আলোচনা সভায় আজমান বাংলাদেশ স্পোর্টস ক্লাবের সভাপতি জাহিদ হোসেন জিদনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এহছান চৌধুরী, জহিরুল ইসলাম, আবুবকর, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আকাশ, ক্রীড়া সম্পাদক রাজীব সহ আরো অনেকে।
খেলাতে আমিরাতের সব প্রদেশ হতে ১৬টি দল অংশগ্রহণ করে বলে জানিয়েছেন আয়োজকেরা। তারা আরো জানিয়েছেন, আগামী ৭ই ফেব্রুয়ারী শারজাহে’ জেইন প্রপার্টিজ ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট – ২০২০’ এর পুরস্কার বিতরণী ও সমাপনী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।