জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল, দুবাই কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২০ এর আজমান অঞ্চলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী। তরুণ ব্যবসায়ি আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মনসুর খলিল, কামাল হোসেন, বারেকুজ্জামান, জহির উদ্দিন, মুকবুল হোসেন, আবু বকর, মিহির ব্রাগনোরা ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় আগামী ১৪ই জানুয়ারী অনুষ্ঠিতব্য আজমান বিডি কমিউনিটি বনাম উম আল কোয়াইন বিডি কমিউনিটির মধ্যকার ম্যাচসহ বিভিন্ন ম্যাচ পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করার জন্যে আজমানস্থ সকল প্রবাসীদের প্রতি আহবান জানানো হয়।