আমিরাতে আল ফালাহ ক্রিকেট ওয়ার্ল্ড কাপের যাত্রা শুরু । উক্ত টুর্ণামেন্টে প্রথমবারের মত অংশগ্রহণ করছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত টিম বাংলাদেশ। এছাড়া আরো অংশগ্রহণ করছে ইন্ডিয়া, পাকিস্থান, নিউজিল্যান্ড, অষ্টেলিয়া ও ইংল্যান্ড।
বৃহস্পতিবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে কাপ উন্মোচন, জার্সি উন্মোচন, ক্যাপ্টেন ঘোষনা, এবং টিম পরিচিতি অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিচ্ছেন আজহার মাহমুদ সোহেল। টিমের অন্যান্য খেলোয়াড়রা হলেন হাসান জীবন, মাহফুজুর রহমান, মোর্শেদ, সালাউদ্দিন, রাসেল, রাসেদ, মামুন, মাসুদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ ইমরান, শাকিল, তৌহিদ আন্না এবং মোহাম্মদ আমির।
বাংলাদেশ টিমের ক্যাপ্টেন আজহার মাহমুদ বলেন, অনেকদিন ধরেই আমি শারজাহ ক্রিকেট একাডেমীতে কোচিং করানোর পাশাপাশি আমিরাতের এ লীগে খেলছি। এছাড়া আমি লেগ স্পীনার হিসেবে আমিরাতে সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহের রেকর্ড করেছি। যদি নিজের দেশের হয়ে সুযোগ পাই তাহলে দেশকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আমরা আশা রাখছি এই টুর্নামেন্ট জিতে দেশের মান এগিয়ে নিতে পারব।
বাংলাদেশ টিমের কোচ বলেন, আমি ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে কোচিং করিয়েছি। এই প্রথমবার বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে কাজ করছি। আশা করছি আমরা কাপটা জিতে সবাইকে চমকিয়ে দিব।