রবিবার রাতে জেদ্দার একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আহমেদ আলী মুকিব। সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা ও কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান।
বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন, আবদুল মান্নান, মোহাম্মদ সাহজাহান এম এ আজাদ চয়ন, প্রকৌশলী নুরুল আমিন,এরশাদ আহমেদ, মোহাম্মদ আলী, মঈন চৌধুরী, রৌশন জামিল শিপু, বাহার উদ্দিন বাদল, মোরশেদ আলম, আল মামুন শিপনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অভিলম্বে বেগম জিয়াসহ সকল নেতা কর্মিদের মুক্তি দীয়ে প্রহসনের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠ সুন্দর গ্রহন যোগ্য নির্বাচনের দাবি জানান।
পরে শহীদ জিয়াসহ মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ।