সপ্তম বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লীগের ১ম বিভাগের ১৫তম ম্যাচে রাশেদের ঝড়ো অর্ধ শতকে ভর করে ঈগল ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে জয়লাভ করেছে জলঢুপ ক্রিকেট ক্লাব।
১৫ জানুয়ারি,বুধবার বিকালে পৌরশহরের ওসমানী স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে ঈগল ক্রিকেট ক্লাব। ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ঈগল। দলের পক্ষে শুহিন ২৯ বলে ২৪ রান ও অলি ২২ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে, জলঢুপের সাদিল ৩ ও হিরা ২টি উইকেট নেন।
জবাবে জলঢুপ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে রাশেদের অর্ধ শতকে ভর করে ১৫ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের দ্বার প্রান্তে পৌছে যায়। পরে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে জলঢুপ ক্রিকেট ক্লাব।
জবাবে জলঢুপ ক্রিকেট ক্লাব এর রাশেদ ৩৪ বলে ৫১ রান ও আরিফ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন। ঈগল ক্রিকেট ক্লাবের তানভির ও মুন্না একটি করে উইকেট নেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যাক্সিমাম ফোর নির্বাচিত হয়েছেন জলঢুপ ক্রিকেট ক্লাবের রাশেদ আহমদ। এছাড়া এক্সাইটিং প্লেয়ার নির্বাচিত হয়েছেন জলঢুপ ক্রিকেট ক্লাব এর আরিফ।
একনজরে ফলাফল:
ঈগল ক্রিকেট ক্লাব: ১৩১/৮। ওভার ১৮। ছাদিক ৪ ওভার ৩১/৩। হিরা ৩ ওভার ১৮/২।
জলঢুপ ক্রিকেট ক্লাব ১৩২/৩ । ওভারঃ১৫.৩(১৮)। রাশেদ ৩৪ বলে ৫১ রান। আরিফ ২৭ বলে ২৭ রান। জাবেদ ১৯ রান (অপরাজিত)।
ম্যান অব দ্যা ম্যাচ: রাশেদ (জলঢুপ)
ম্যাক্সিমাম ফোর : রাশেদ (জলঢুপ)
এক্সাইটিং প্লেয়ার: আরিফ(জলঢুপ)।