প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের কোষাধ্যক্ষ লিয়াকত খাঁনের মা ফাতেমা খানম দীর্ঘ দুই মাসয যাবৎ চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫ জানুয়ারি বুধবার সকাল ১০টায় রয়েল লন্ডন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে মরহুমার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ৩ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লন্ডনের বো এলাকায় বসবাসরত মরহুমার বাড়ি বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের নিজ মোহাম্মদপুর গ্রামে।
মরহুমা ফাতেমা খানমের জানাযার নামাজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর (জোহর জামায়াত ১২:৪৫) ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে হ্যানল্ট কবরস্থানে সমাহিত করা হবে। মরহুমার ছেলে লিয়াকত খাঁন সকলের দোয়া কামনা করেছেন।
প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে, কোষাধ্যক্ষ লিয়াকত খাঁনের মা ফাতেমা খানম এর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাতের জন্য সংগঠনের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।