মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার বৃহত্তর সিলেটের কৃতি সন্তান কুলাউড়ার গর্ব আবু জাফর রাজু সরকারি সফরে আমিরাত আগমণ উপলক্ষে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বিশাল গণ সংবর্ধনা দেয়া হয়৷গণসংবর্ধনার জবাবে তিনি বলেন—শেখ হাসিনা সরকার দেশকে দূর্বার গতিতে এগিয়ে নিচ্ছে। মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
সোমবার শারজাহের একটি রেস্তোরায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাও ছাদিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক এম. নাজমুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু ।
প্রধান অথিতির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা সাবেক সিআইপি বদরুল ইসলাম চৌধুরী৷
প্রধান বক্তার বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাজী লোকমান হোসাইন আনু৷
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক ব্যাংকার ইকরামুল করিম চৌধুরী মিশু, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক হাজী আজমল আলী, উম্ম আল কোয়াইনের বিশিষ্ট ব্যবসায়ী বাবু অনুকুল রাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী জি এম জায়গীরদার, সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সদ্য সাবেক সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মো: সালেহ্ উদ্দিন, উপদেষ্টা মো: বদরুল ইসলাম, উম্ম আল কোয়াইন সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক এহসান আহমদ চৌধুরী৷
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: ছালেক মিয়া৷
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি মো: আলী হোসেন, অর্থ সম্পাদক মো: আব্দুল আহাদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মাসুক মিয়া, সুনামগঞ্জ সমিতির অন্যতম সংগঠক মো: শাহীন আহমদ, বিয়ানীবাজার জনকল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক হোসেন মাহমুদ আলতাফ, সাংগঠনিক সম্পাদক আমিন হাসান খাঁন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ৷
উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পৃষ্টপোষক ইলিয়াছ আমীর আলী, সহ সভাপতি মো: মিনার মিয়া, সহ সভাপতি হাজী সৈয়দ আসকর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল দাস, সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন, আপ্যায়ন সম্পাদক হাজী রজব আলী, সহ অর্থ সম্পাদক আছলাম আমীর আলী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ আমিরুল হক আজাদ, আইন বিষয়ক সম্পাদক রুবেল হোসাইন, ক্রীড়া সম্পাদক মালেক আহমদ চৌ:, সদস্য আছলাম মাহমুদ, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আপ্যায়ন সম্পাদক রূপক দাস, সুনামগঞ্জ সমিতির কাছন মিয়া, ফয়ছল আহমদ, তাজিদুল ইসলাম, গোয়াইঘাট ঐক্য পরিষদের আজিম মাস্টার সহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ৷
অনুষ্টানে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিয়ানীবাজার জনকল্যান সংস্থা, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং সুনামগঞ্জ সমিতির পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷