মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সাথে এক বৈঠক করেছে বিশ্বের নানাদেশে বসবাসরত বাংলাদেশি কমার্শিয়াল ইর্ম্পোট্যান্ট পার্সন ‘সিআইপি’রা।
১১ জানুয়ারি ওমানের রাজধানী মাসকাটের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মাননীয় রাষ্ট্রদূত মোঃ গোলাম সরওয়ারের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন এনআরবি সিআইপি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিআইপি মাহতাবুর রহমান (নাসির) দুবাই ওমানে নিযুক্ত বাংলাদেশের শ্রম কাউন্সেলর মোহাম্মদ হুমায়ুন কবির, এনআরবি সিআইপি এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তাতেয়ামা কবির, এনআরবি সিআইপি সমিতির সাধারণ সম্পাদক কাজী সরোয়ার হাবিব, এনআরবি সিআইপি এসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম (ঝুনু),বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতি মাহাবুব আলম মানিক সিআইপি, মোহাম্মদ আক্তার, চেয়ারম্যান – মোহাম্মদ আক্তার গ্রুপ অফ কোম্পানিজ (বামদিকের শেষে), ওমানের সম্মানিত সিআইপি গণ এবং অন্যান্য বিশিষ্ট কর্মকর্তারা।