যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা পালন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
শুক্রবার দুপুরে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।
কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিনের সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করে শুনান যথাক্রমে শ্রম কল্যাণ কাউন্সিলর মো: আমিনুল ইসলাম, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট মো: কামরুজ্জামান এবং প্রথম সচিব কামরুজ্জামান ভুইয়া।
অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, বিমান বাংলাদেশ, ওয়াইসি, আইডিবি, সোনালী ব্যাংক, জেদ্দার রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।