পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
১০ জানুযারী শুক্রবার দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকের সভাপতিত্বে দূতাবাসের তৃতীয় সচিব আবদুল্লা আল রাজির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর পর পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পর্তুগাল আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ যথাক্রমে ছাত্রলীগ ।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শুনানোর মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনায় অংশ নেয় পর্তুগাল আওয়ামী লীগ এবং কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামী লীগ এর সভাপতি জহিরুল আলম জসিম, উপদেষ্টা মো. মাহবুবুল আলম, কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব রানা তাছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক জাকির হোসাইন।অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন পর্তুগাল ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনছার আলী, সহ আরো অনেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ এর সহ সভাপতি মো. আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, শ্রম বিষয়ক সম্পাদক মো. শফিউল আলম শফি সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে এই মহান নেতার অবদানের কথা স্মরণ করেন ও ঐতিহাসিক ১০ জানুয়ারীর তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে পর্তুগালে বছরব্যাপী যথাযোগ্য মুজিববর্ষ উদযাপনের সকল প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা কমনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনকের জন্য দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।