শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
Sex Cams
সর্বশেষ সংবাদ
সৈয়দ আফসার উদ্দিন এমবিই‘র ইন্তেকাল  » «   ছাত্রলীগের উদ্যোগে বিয়ানীবাজারে পথচারী ও রোগীদের মধ্যে ইফতার উপহার  » «   ইস্টহ্যান্ডসের রামাদান ফুড প্যাক ডেলিভারী সম্পন্ন  » «   বিসিএ রেস্টুরেন্ট কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এনএইচএস এর ‘টকিং থেরাপিস’ সার্ভিস ক্যাম্পেইন করবে  » «   গ্রেটার বড়লেখা এসোশিয়েশন ইউকে নতুন প্রজন্মদের নিয়ে কাজ করবে  » «   স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল  » «   কানাডা যাত্রায়  ইমিগ্রেশন বিড়ম্বনা এড়াতে সচেতন হোন  » «   ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত  » «   যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীদের সাহায্যার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের অনুদান  » «   বড়লেখায় পাহাড়ি রাস্তা সম্প্রসারণে বেরিয়ে এলো শিলাখণ্ড  » «   মাইল এন্ড পার্কে ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রয়েল টাইগার্স স্পোর্টস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন  » «   গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন  » «   যুক্তরাজ্যবাসি  সাংবা‌দিক সাইদুল ইসলামের পিতা আব্দুল ওয়াহিদের ইন্তেকাল  » «   ইউকে বাংলা রিপোটার্স ইউনিটি‘র নতুন কার্যকরী কমিটির অভিষেক  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কাতালোনিয়া পুলিশের মতবিনিময়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

 

স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় বাংলাদেশসহ এশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশি ব্যবসায়ীরাসহ এশিয়া কমিউনিটির বিভিন্ন ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসনের মোসস স্কোয়ার্ডের সিউদাদ ভেইয়ার প্রধান রাফা তেইয়ো সানচেজ, মোসস স্কোয়ার্ডের কমিউনিটি পুলিশ শাখার এয়ুখেনিয়ো তারখুয়েলো গ্রাসিয়া।

বিশেষ অতিথি  ছিলেন- স্পেন সংসদের বার্সেলোনা সিনেটর রবার্ট মাসি নাহার, কাতালোনিয়ার ইমিগ্রেশন বিভাগের সেক্রেটারি ওরিয়ল আমারোস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশি ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। উপস্থিত ব্যবসায়ীরা বার্সেলোনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করে, ব্যবসায়ীরা বিভিন্ন ছিনতাই, ডাকাতি ও হামলার শিকার হওয়ার ঘটনাগুলো তুলে ধরেন।

বাংলাদেশের কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা, এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়ার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসেত কয়সরসহ প্রমুখ।

আলোচনা সভায় অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা বলেন, ‘স্থানীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসাবান্ধব করার জন্য কাজ করছেন। তবে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন।’ এ সময় উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করেন। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য আহ্বান জানান।

এছাড়া অন্যান্য ব্যবসায়ীরা তাদের বক্তব্যে ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন হয়রানিসহ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

জবাবে পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। তারা জানান, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে আরও গুরুত্ব দেবেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন