শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কাতালোনিয়া পুলিশের মতবিনিময়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

 

স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় বাংলাদেশসহ এশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশি ব্যবসায়ীরাসহ এশিয়া কমিউনিটির বিভিন্ন ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসনের মোসস স্কোয়ার্ডের সিউদাদ ভেইয়ার প্রধান রাফা তেইয়ো সানচেজ, মোসস স্কোয়ার্ডের কমিউনিটি পুলিশ শাখার এয়ুখেনিয়ো তারখুয়েলো গ্রাসিয়া।

বিশেষ অতিথি  ছিলেন- স্পেন সংসদের বার্সেলোনা সিনেটর রবার্ট মাসি নাহার, কাতালোনিয়ার ইমিগ্রেশন বিভাগের সেক্রেটারি ওরিয়ল আমারোস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশি ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। উপস্থিত ব্যবসায়ীরা বার্সেলোনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করে, ব্যবসায়ীরা বিভিন্ন ছিনতাই, ডাকাতি ও হামলার শিকার হওয়ার ঘটনাগুলো তুলে ধরেন।

বাংলাদেশের কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা, এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়ার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসেত কয়সরসহ প্রমুখ।

আলোচনা সভায় অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা বলেন, ‘স্থানীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসাবান্ধব করার জন্য কাজ করছেন। তবে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন।’ এ সময় উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করেন। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য আহ্বান জানান।

এছাড়া অন্যান্য ব্যবসায়ীরা তাদের বক্তব্যে ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন হয়রানিসহ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

জবাবে পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। তারা জানান, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে আরও গুরুত্ব দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন