শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে কাতালোনিয়া পুলিশের মতবিনিময়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

 

স্পেনের কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় বাংলাদেশসহ এশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা বৃহস্পতিবার ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতা শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশি ব্যবসায়ীরাসহ এশিয়া কমিউনিটির বিভিন্ন ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পুলিশ প্রশাসনের মোসস স্কোয়ার্ডের সিউদাদ ভেইয়ার প্রধান রাফা তেইয়ো সানচেজ, মোসস স্কোয়ার্ডের কমিউনিটি পুলিশ শাখার এয়ুখেনিয়ো তারখুয়েলো গ্রাসিয়া।

বিশেষ অতিথি  ছিলেন- স্পেন সংসদের বার্সেলোনা সিনেটর রবার্ট মাসি নাহার, কাতালোনিয়ার ইমিগ্রেশন বিভাগের সেক্রেটারি ওরিয়ল আমারোস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিসহ বাংলাদেশি ব্যবসায়ীরা বক্তব্য প্রদান করেন। উপস্থিত ব্যবসায়ীরা বার্সেলোনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করে, ব্যবসায়ীরা বিভিন্ন ছিনতাই, ডাকাতি ও হামলার শিকার হওয়ার ঘটনাগুলো তুলে ধরেন।

বাংলাদেশের কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা, এসকেররা রিপাবলিকানা দে কাতালোনিয়ার বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির আলম, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাসেত কয়সরসহ প্রমুখ।

আলোচনা সভায় অ্যাসোসিয়েশন কমার্সিয়াল দে রামলা রাভালের ভোকাল আলাউদ্দিন হক নেসা বলেন, ‘স্থানীয় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসাবান্ধব করার জন্য কাজ করছেন। তবে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছেন।’ এ সময় উদাহরণ হিসেবে তিনি বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করেন। ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের জন্য আহ্বান জানান।

এছাড়া অন্যান্য ব্যবসায়ীরা তাদের বক্তব্যে ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন হয়রানিসহ সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

জবাবে পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস দেন। তারা জানান, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে আরও গুরুত্ব দেবেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন