জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ ও বাংলাদেশ সমিতি দুবাই এর যৌথ উদ্যোগে আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহরের ভিসাধারী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে বর্ণাঢ্য ফুটবলের ফাইনাল ১০ জানুয়ারি সন্ধ্যে ৬.৩০ মিনিটে দুবাইয়ের আল মামজারে সেঞ্চুরি মলের পাশে মাকতুম বিন রাশিদ আল মাকতুম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কমিউনিটি দুবাই সেরা একাদশ বনাম শারজাহ একাদশ এর মধ্যে ফাইনাল খেলায় ১২ হাজার প্রবাসির উপস্থিতি আশা করছেন আয়োজকরা।
খেলাটি সফল করতে ক্রীড়ামোদি সকলকে স্বপরিবারে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করতে আহবান জানিয়েছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।