বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ম্যানচেষ্টার সিলেট সরাসরি ফ্লাইট। রোববার (৫জানুয়ারী) সন্ধ্যায় এ ফ্লাইটের মধ্য দিয়ে ম্যানচেষ্টার-ওল্ডহ্যাম, লীডস-লিভারপুলসহ তথা নর্থ ইংল্যান্ডের দেড় লক্ষ এর কাছাকাছি বাংলাদেশী অভিবাসীদের দীর্ঘদিনের একটা দাবী পূরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ম্যানচেস্টার -সিলেটের এই ফ্লাইটকে সামনে রেখে ম্যানচেস্টার এয়ারপোর্ট কর্তৃপক্ষও বিশেষ ব্যবস্থা নেয় । এয়ারপোর্ট কর্তৃপক্ষের উদ্যোগেই এয়ারপোর্টকে সাজানো হয়েছিল বিমানের প্রচার-প্রচারণা সম্বলিত বিভিন্ন ব্যানার-পোস্টারে । সন্ধ্যায় ৮ টায় বিমান আকাশে উড়ার আগে গ্রাউন্ডের পাশে এয়ারপোর্টের অভ্যন্তরে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। ব্যান্ড এবং দেশীয় নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সুচনা হয়।পরে বিমান যাত্রী, এয়ারপোর্টের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং কমিউনিটির প্রতিনিধিত্বশীল মানুষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বিমানের এমডি ও প্রধান নির্বাহি মোকাব্বির হোসেন ও ম্যানচেষ্টারস্থ সহকারী হাইকমিশনার এ এন মোহাম্মদ আনওয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে কমিউনিটির মানুষদের উপস্থিতিতে এয়ারপোর্টে হোটেল রেডিসন ব্লুতে ভোজের আয়োজন করে কর্তৃপক্ষ। তার আগে এক সভা অনুষ্ঠিত হয়।২ শত অথিতির উপস্থিতিতে এ সভায় এয়ারপাের্টের পক্ষ থেকে স্বাগতিক বক্তব্য রাখেন ম্যানচেস্টার এয়ারপোর্টের সিইও এন্ড্রু কাওয়াল, বিমানের এমডি ও প্রধান নির্বাহি মোকাব্বির হোসেন, সহকারী হাইকমিশনার এ এন মোহাম্মদ আনওয়ারুল ইসলাম, কাউন্সিলার আব্দুল জব্বার, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ ওবিই প্রমুখ।
দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় ম্যানচেস্টার থেকে ফ্লাইট চালু করল। লাভজনক এই রুটটি চালুর উদ্যোগ বিভিন্ন সময় নেয়া হলেও সফলতা এসেছে এবার । এবারে ম্যানচেস্টারের ফ্লাইটকে আরও ব্যবসা সফল করে তুলতে ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট দিয়েই যাত্রা করল বিমান।
বিমানের রিজিওনাল শাখা ম্যানচেস্টার অফিসও এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে গত কয়েক মাস।স্থানীয় বাংলা মিডিয়া ও কমিউনিটি সংগটনগুলো এ নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে গত কয়েক বছর। ফ্লাইট শুরু হবার মাসখানেক আগে ঢাকা থেকে কার্গো এবং বিপণন বিভাগের প্রধান ম্যানচেস্টার এসে গণসংযোগও করেছেন লাগাতার। সেকারনেই এ ফ্লাইটকে সামনে রেখে সারা নর্থ ইংল্যান্ডের বাঙ্গালি কমিউনিটিতে উচ্ছাস পরিলক্ষিত হয়েছে গতকাল সন্ধ্যায়।ওল্ডহ্যামের ট্রেভেলস্ই ব্যবসায়ী ইকবাল আহমদ জানিয়েছেন, আগামী মার্চ মাস পর্যন্ত বিমানের প্রায় সকল টিকেট বিক্রি হয়ে গেছে।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন