পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মিদের উপর হামলা ও নির্যাতনে উদ্বেগ প্রকাশ করেছে প্রবাসী সাংবাদিকরা।
দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করেছে রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল।
শনিবার রাতে জেদ্দার একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বকুলের পরিচালনায়, উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রুমী সাঈদ।
বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ, রঞ্জু আহমেদ, আল মামুন শিপন, কাউসার আব্দুস সালাম, মোবারক হোসেন ভূঁইয়া, ইকবাল প্রদান, রাজু আহমেদসহ আরো অনেকে।
পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা ও বুম (মাইক্রোফোন) ভাঙচুর করা হয়, অভিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।