বাংলাদেশি প্রবাসী লিটন আব্দুল আজিজের হাত ধরে সৌদি আরবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে আর্ন্তজাতিক ডাইরেক্ট সেলিং কোম্পানী “ভেস্টিজ “। রাজধানী রিয়াদের “বাথা রিয়াদ ট্রেডিং সেন্টারে” বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, কোম্পানীর ইন্টারন্যাশনাল অপারেশন ম্যানেজার মিস্টার রাজ কুমার । এ সময় প্রতিষ্ঠানের সৌদি স্পন্সর ইয়াহিয়া সাইদ হাদি আল নাজরানি, রিয়াদ ব্রাঞ্চ ম্যানেজার তৌকির হোসেন খান সহ ইন্ডিয়া, দুবাই, বাহরাইন, নেপাল, সুদান, ইয়েমেন, পাকিস্তানের সিনিয়র ডিষ্ট্রিবিউটররা উপস্হিত ছিলেন ।
আর্ন্তজাতিক ভোগ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারি প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিশ্বের সেরা একশটি কোম্পানীর মধ্যে ৬৩ তম স্হানে অবস্হান করছে। যা আগামী ২০২৫ সাল নাগাদ সেরা দশের মধ্যে অবস্হান করবে বলে প্রত্যাশা করছেন কোম্পানি পরিচালকরা ।
সৌদি আরব ছাড়াও লিটন মিয়াজী বাংলাদেশ, বাহরাইন, সুদান ও ইয়েমেনে কোম্পানীটির ব্যাবসা সম্প্রসারণ করছেন ।