প্রবাসে বাংলাদেশের গর্ব মরুভুমির বাংলা টাইগার খ্যাত “গ্রীণ বাংলা ক্রিকেট ক্লাব” সৌদি আরবের ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের জন্য সুনাম অর্জন করে আসছে ।
“রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন” আয়োজিত “এমবিএস ভিশন ২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপের” ফাইনালে “ইন্ডিয়ান স্ট্রাইকার্স” ক্রিকেট ক্লাবকে ১৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রবাসী বাংলাদেশি টিম “গ্রীণ বাংলা ক্রিকেট ক্লাব”। ৩ নাম্বার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে টসে জিতে গ্রীণ বাংলাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকার্স।
খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাইফুল বাদল। টুর্নামেন্ট সেরা হন গ্রীন বাংলার আইয়ুব সুমন, টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান গ্রীণ বাংলার দলপতি আনোয়ার রিয়াজ, টুর্নামেন্ট সেরা বোলার হন ইন্ডিয়ান স্ট্রাইকার্সের ফেনিল আনন্দ কুলাই।