জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পল্লী বন্ধু পরিষদ জেদ্দা মহানগর কেন্দ্রীয় কমিটি।
গতকাল রাতে জেদ্দার একটি হোটেলে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে পল্লীবন্ধু পরিষদ জেদ্দা মহানগর কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের আহ্বায়ক হাফেজ আহাছান হাবিব তালুকদার এর সভাপতিত্বে সদস্য সচিব রুহুল আমিন এর পরিচালনায় বক্তব্য রাখে, যুগ্ন আহ্বায়ক হাজী সেলিম রানা, যুগ্ন আহবায়ক মনজুর আহমেদ আরিফ, ওমর ফারুখ, সহিদ পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টি মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নের সব সময় ভুমিকা রেখে যাচ্ছে। বাংলাদেশের মত প্রবাসে ও জাতীয় পার্টি আজ অনেক শুসঙ্গিত। তাই বর্তমান দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃতে জাতীয় পার্টিকে আবারও রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবাহন জানান।