জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তোলে ধরতে হবে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির বিজয় দিবসের আলোচনায় এসব বলেছেন বক্তারা।
বৃহস্পতিবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান মিয়াজি।
সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তাফার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল দুবাইয়ের ভাইস কন্সাল মোজাফফর হোসেন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ দুবাইয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর।
বিশেষ অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, দুবাই বংগবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শারজাহ আওয়ামী লীগের তারা মিয়া বকুল, বচন মিয়া তালুকদার, আক্তারুজ্জামান বাবু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আনসার নূর।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমিরাত যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল।
বক্তব্য রাখেন বংগবন্ধু পরিষদ শারজাহ শাখার গিয়াস উদ্দিন সোহেল, মিজানুর রহমান, শারজাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল হোসেন রুহেল, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, মোহাম্মদ হোসাইন, রাসেল আহমদ, মিজানুর রহমান, কবির হোসেন, মোহাম্মদ সোহেল, নুরুল হক সহ আরো অনেকে।
পরে জাতির পিতা সহ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীরের স্মৃতির মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।