সংযুক্ত আরব আমিরাতে বিয়ানীবাজারের কৃতিসন্তান, সাবেক সফল শিক্ষামন্ত্রী ও বিয়ানীবাজার-গোলাপগঞ্জ থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় এবং বিয়ানীবাজারের আরেক কৃতিসন্তান সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দ সভার আয়োজন করা হয়েছিল। শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় আমিরাতে অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা উক্ত আনন্দ সভার আয়োজন করেন।
বিয়ানীবাজার আওয়ামী লীগের সাবেক সদস্য ছাত্রনেতা ফয়সল আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আমিনুল হাসান খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার সাবেক ছাত্রলীগ নেতা জি এম জায়গীরদার।
বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলার ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা লুৎফুর রহমান, সিলেট জেলার সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন চৌধুরী, হাজী বদরুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা এম সুমন আহমদ এবং টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন।
আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার এর সাবেক ছাত্রনেতা, মোহাম্মদ জামান ফখরুল, আফজাল সাদেকিন, শাহজাহান আহমদ হোসাইন মাহমুদ আলতাফ, শেখ রাসেল আহমদ,এনাম আহমদ, কুলাউড়ার সাবেক ছাত্রনেতা নাজমুল হোসেন,সংযুক্ত আরব আমিরাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন।