বিপুল উৎসাহ উদ্দিপনায় মহান বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মকে কাছে মুক্তিযুদ্ধের উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানাতে ইতালীতে মহিলা সংস্থার আয়োজনে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেন জানিয়েছেন আয়োজিত বিজয় ফুল অনুষ্ঠানে বিজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উপস্থিত মহিলা সংস্থার নেতৃবৃন্দরা একে উপরকে বিজয় ফুল পড়িয়ে দেন।
উক্ত উৎসবে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন সুলতানা মিরার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দা মাসুদা আক্তার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি রওশন আরা মুন্নি, সহ সাধারন সম্পাদক শারমিন জাহান সুবর্ণা, শারমিন ইসলাম পায়েল, জাকিয়া উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক সূচি আক্তার, দপ্তর সম্পাদক রেহানা আক্তার রেনু, প্রচার সম্পাদক ফারিয়া আঁখি, সাংস্কৃতিক সম্পাদক নিশাত সিদ্দিকা পাপড়ী, সহ সাংস্কৃতিক সম্পাদক সুমি ইসলাম, সদস্য রাফিয়া ইসলাম, সাংবাদিক মেহেনাস তাব্বাসুম শেলি, সামাজিক ব্যাক্তিত্ব সালমা রহমান, আতোশি শাহা, লিয়ানা মাসুদ, নাজনিন সুলতানা, তাহমিনা সুলতানা সহআরো অনেকেই।