সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন,সিলেটের অধিবাসী সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। ড. মোমেন উল্লেখ করেন, পারিবারিকভাবে মাহমুদুল আমিন চৌধুরী তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ।
উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী ২২ ডিসেম্বর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে মাহমুদুল আমীন চৌধুরীর জানাজার নামাজ সম্পন্ন হয়।
মাহমুদুল আমীন চৌধুরীর গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম আব্দুল গফুর চৌধুরী। জন্ম ১৯৩৭ সালের ১৮ জুন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
প্রেস বিজ্ঞপ্তি