কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমা (বার্সেলোনা) আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ।
২০শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সান্তা কোলমার একটি হলরুমে বিপুল সংখ্যক আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ৪৯তম বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম শফিক।সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাছিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান কয়েস,কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়,সান্তা কোলমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক নিরু মিয়া,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম নজরুল ইসলাম,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা ।বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি করেন বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।
আলোচনা সভা শেষ হয় মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা,দু-লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন সহ ১৯৭৫এর ঘাতকদের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রোহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।